হজ্ব শুরু হওয়ায় মুসলিম তীর্থযাত্রীরা সপ্তাহান্তে দলে দলে হাজির হয়েছেন মক্কায়। তিন বছর কোভিডজনিত নিষেধাজ্ঞার পর এই বাৎসরিক তীর্থযাত্রা পূর্ণমাত্রায় ফিরে এসেছে।
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ লক্ষের বেশি বিদেশী তীর্থযাত্রী এসেছেন এবং আরও আসবেন।
সৌদি কর্মকর্তারা বলেছেন, তাঁদের আশা, তীর্থযাত্রীর সংখ্যা প্রাক-অতিমারির স্তরে পৌঁছবে।