২৭শে জুন সোমবার, হন্ডুরাসের কর্তৃপক্ষ অর্ধ-উলঙ্গ কয়েদিদের সারিবদ্ধভাবে বসিয়ে রাখতে বাধ্য করে। এসময় তারা মাদকের সন্ধানে কারাগারের ভিতরে চিরুনি অভিযান চালায়।
এই চিরুনি অভিযান সম্প্রতি প্রতিবেশী দেশ এল সালভাদরে কঠোর কারা-বিরোধী সহিংস কৌশলেরই প্রতিরূপ।
হন্ডুরান সরকার দেশে মাদক পাচার-সংশ্লিষ্ট সহিংসতার মধ্যে গ্যাংদের দমন করার জন্য তার সংকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করছে। (এপি)