২৮ জুন বুধবার, সৌদি আরবের মিনায় লক্ষ লক্ষ মুসলিম হজযাত্রী শয়তানের প্রতিনিধিত্বকারী স্তম্ভে পাথর নিক্ষেপ করেন।
আচার অনুযায়ী, অংশগ্রহণকারীদের প্রতীকী লোভ প্রত্যাখ্যানের জন্য তিনটি স্তম্ভের প্রতিটিতে কাছাকাছি মরুভূমি থেকে সংগ্রহ করা ২১টি নুড়ি পাথর নিক্ষেপ করতে হয়।
হজের শেষ তিন দিন ঈদ উল-আজহা উৎসব পালন করেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। এ সময় তাঁরা গবাদি পশু জবাই এবং গরীবদের মাঝে মাংস বিতরণ করে থাকে। (এপি)