অ্যাকসেসিবিলিটি লিংক

এলভিভে হামলার পর আটকে পড়া নাগরিকদের উদ্ধার করল জরুরি কর্মীরা


এলভিভে হামলার পর আটকে পড়া নাগরিকদের উদ্ধার করল জরুরি কর্মীরা
please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে বৃহস্পতিবার, ৬ জুলাই, বৃহত্তম হামলা হয় এলভিভের বেসামরিক পরিকাঠামোর উপর। এতে বহু মানুষ নিহত বা আহত হয়েছেন।

এক বাসভবনের গোটা ছাদ ধসে পড়েছে এই হামলায়। নিচের রাস্তা ধ্বংসাবশেষে ঢেকে গেছে।

ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়া মানুষের খোঁজ চালায় জরুরি পরিষেবা কর্মীরা। (এপি)

XS
SM
MD
LG