বার্ষিক নেটো শীর্ষ সম্মেলনের আগে, ১১ই জুলাই মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ভিলনিয়াসের প্রেসিডেন্ট প্রাসাদে স্বাগত জানান, লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা।
অনুষ্ঠানের পর, দুই নেতার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। (এপি)