১০ জুলাই সোমবার, দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরিতে, তীব্রমাত্রার ভূমিকম্পের পর, অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকের কাছে একটি জনবসতিহীন উপত্যকার ওই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের সূচনা হয়।
ফ্যাগ্রাডালসফজল আগ্নেয়গিরি নামে পরিচিত এই এলাকাটিতে গত দুই বছরে দুবার অগ্ন্যুৎপাত হয়েছে, তবে এতে কোনো ক্ষয়-ক্ষতি বা বিমান চলাচল ব্যাহত হয়নি। (এপি)