বুধবার ১২ জুলাই, ইউক্রেনের স্টেট বর্ডার সার্ভিস একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, খেরসনে একটি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার একটি ট্যাঙ্ককে আঘাত করছে।
নভেম্বরে রুশ বাহিনীকে খেরসন থেকে পিছু হটিয়ে দেয়া হয়েছিল, কিন্তু তারা শহরের বাইরের অবস্থান থেকে এখনো গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
খেরসনের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন বলেছেন, মঙ্গলবার খেরসনের একটি মানবিক সদর দফতর এবং পাঁচটি আবাসিক ভবনে গোলা বর্ষণ করেছে রাশিয়া। এতে দুইজন আহত হয়েছে। (রয়টার্স)