শুক্রবার, ১৪ জুলাই, অবৈধ খনির বিরুদ্ধে অভিযানের সময় বলিভিয়ার পুলিশ ৫৭ জনকে গ্রেপ্তার করেছে, নৌযান পুড়িয়েছে এবং কমপক্ষে ২৭টি সোনার ড্রেজ ধ্বংস করেছে।
আমাজনের বেনি অঞ্চলে মাদার অফ গড নদীতে অভিযানে প্রায় ৯০ জন পুলিশ এবং সামরিক কর্মী হস্তক্ষেপ করে।
সোনা লুটের মধ্যেই আদিবাসী ও পরিবেশবাদীরা এই অঞ্চলে নদী-দূষণকারী সোনার খনির অনিয়ন্ত্রিত অগ্রগতির বিষয়ে সতর্ক করেছেন। (এপি)