দক্ষিণ কোরিয়ার উদ্ধারকর্মীরা কয়েকদিনের ভারী বৃষ্টির পর রবিবার, ১৬ জুলাই, একটি প্লাবিত টানেলে আটকে থাকা যানবাহন থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করে।
মধ্য দক্ষিণ কোরিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য করেছে।
ডুবুরিসহ প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী চেওংজুতে সুড়ঙ্গ অনুসন্ধান করেন, যেখানে একটি বাসসহ প্রায় ১৫টি যানবাহন আকস্মিক বন্যায় ভেসে গেছে। (এপি)