প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা আন্দোলন জারি রাখায় বুধবার, ১৯ জুলাই, পেরুর পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষ হয়।
চলতি প্রতিবাদ আন্দোলনে বিশাল সমাবেশের আশঙ্কায় লিমায় হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইন প্রণেতারা তার পূর্বসূরি পেদ্রো কাস্টিলোকে ইমপিচ করার পরে বোলুয়ার্তে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি আগাম নির্বাচন না করায় বিক্ষোভকারীরা ক্ষুব্ধ। (এপি)