ভারতের হায়দ্রাবাদে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে রাস্তা-ঘাট। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনে এই বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। সোমবার, ২৪ জুলাই বাধ্য হয়ে বানের পানিকে উপেক্ষা করেই রাস্তা পার হবার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা।
উপকূলীয় জেলাগুলির জন্য কমলা রঙের সতর্কতা জারি করা হয়েছে। ওই এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
কর্মকর্তাদের মতে, উত্তর ভারতে গত দুই সপ্তাহের রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যায় অন্তত ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। (এপি)