মঙ্গলবার, ২৬ জুলাই, জীববিজ্ঞানীরা একটি কম বয়সী সামুদ্রিক সিংহকে ছেড়ে দিয়েছেন আর্জেন্টিনার সমুদ্র সৈকতের অদূরে। প্লাস্টিকের মোড়কের কারণে ঘাড়ে আঘাত পায় এই প্রাণী। সেরে ওঠার পর একে ছেড়ে দেওয়া হয়।
ফান্ডাসিওন মুন্ডো মারিনোর বিশেষজ্ঞরা ১ জুলাই প্রাণীটিকে উদ্ধারের পর তাদের কেন্দ্রে নিয়ে যান।
উদ্ধারের সময় সামুদ্রিক সিংহটি রক্তশূন্য এবং কম ওজনের ছিল। এটির পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হয় এবং এই প্রক্রিয়া মঙ্গলবার সম্পন্ন হয়। (রয়টার্স)