অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসে অগ্নিকাণ্ড, এলাকা খালি করতে সহায়তায় ছোট নৌকা


গ্রীসে অগ্নিকাণ্ড, এলাকা খালি করতে সহায়তায় ছোট নৌকা
please wait

No media source currently available

0:00 0:00:23 0:00

বিমান বাহিনীর এক গোলাবারুদ ভাণ্ডারে একের পর এক ব্যাপক বিস্ফোরণের পর দাবানলের কারণে বৃহস্পতিবার, ২৭ জুলাই, মধ্য গ্রীসে বেশ কিছু বাসিন্দা ও আগত মানুষকে সমুদ্র ও স্থলপথে সরিয়ে নেওয়া হয়।

বেশ কয়েকটি ছোট জাহাজ এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল। উপকূলীয় গ্রাম আনচিয়ালোস থেকে আসতে দেখা গিয়েছিল এগুলিকে।

উপকূলরক্ষীরা জানিয়েছেন, কয়েক ডজন বাসিন্দাকে ছোট ব্যক্তিগত নৌকায় করে ভোলোস শহরে নিয়ে যাওয়া হয়েছে। (এপি)

XS
SM
MD
LG