বৃহস্পতিবার, ২৭ জুলাই, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা থেকে বিরত রাখার জন্য স্থাপন করা ভাসমান বাধা অতিক্রম করে অভিাসন প্রত্যাশীরা। টেক্সাস সীমান্তের কাছে ঘটে এই ঘটনা ৷
অভিবাসন প্রত্যাশীরা শেষ পর্যন্ত ক্রসিং অনুসরণ করে সীমান্ত অতিক্রম করার জন্য কনসার্টিনা তারের মাধ্যমে উপরে চড়েন।
মে মাসে বাইডেন একটি বিধিনিষেধমূলক নতুন আশ্রয় নীতি আরোপ করার পর থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা কমে গেছে। (রয়টার্স)