যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের দ্বীপরাষ্ট্র হাওয়াইতে প্রবল বাতাসের কারণে দাবানলে বেশ কিছু অবকাঠামো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ৮ আগস্ট মঙ্গলবার, বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ফলে, ওই এলাকা থেকে লোকজনকে জোরপূর্বক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মাউয়ের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং অপর একটি অভ্যন্তরীণ, পার্বত্য অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলস কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। (এপি)