২২শে আগস্ট মঙ্গলবার, প্রকাশিত এক ভিডিওটিতে দেখা যায়, উত্তর-পশ্চিম তুরস্কের একটি রাস্তায় ক্রমাগত ক্রুদ্ধ দাবাগ্নির প্রাচীর ভেদ করে গাড়ি চালাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা।
ভয়াবহ ওই দাবানলের ফলে, ওই এলাকার জনসাধারণকে নিরাপদ স্থানে সরে যাবার পরামর্শ দেয়া হয়েছে এবং দাবানলের কাছাকাছি একটি প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে। (রয়টার্স)