বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ইউক্রেনের পূর্বাঞ্চলের এক গ্রামে রুশ রকেট আঘাত হানে। এই হামলায় অন্তত ৫০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এই মাসে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।
হামলাটি এমন সময় হলো যখন স্পেনে প্রায় ৫০ জন ইউরোপীয় নেতার শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন জেলেন্সকি ।
হ্রোজা গ্রামে এই হামলাকে সন্ত্রাসবাদের নৃশংস কর্মকাণ্ড বলে নিন্দা করেছেন জেলেন্সকি । (এপি)