বিএনপি অফিসে তালা, কোথাও কেউ নেই
রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে সরেজমিনে দেখা যায়, বিএনপির কার্যালয়ে ঝুললে তালা। কার্যালয়ে কলাপসিবল গেটের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কয়েটি আসবাবপত্র ও ময়লা। আর পাশের ফুটপাতে অবস্থান নিয়েছে পুলিশের কয়েকজন সদস্য। আশপাশে দোকানগুলো বন্ধ রয়েছে।
ভোট বর্জনের দাবিতের ৬ জানুয়ারি সকাল থেকে ৮ জানুয়ারি সকাল পর্যন্ত ৪৮ ঘন্টার হরতালের কর্মসূচি পালন করছে বিএনপি।
বিএনপির মিড়িয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান ভয়েস অব আমেরিকা বলেন, ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির কার্যালয় বন্ধ রয়েছে। মূলত কার্যালয়ে কেউ আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করছে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের পর থেকে বন্ধ রয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয়। সেই হিসেবে ২ মাস ১০ দিন বন্ধ রয়েছে দলটির নয়াপল্টনস্থ কার্যালয়।
এই পুরোটা সময় অজ্ঞাত স্থান থেকে নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে আসছে তারা।
খান বলেন, এর আগে শুধু একবার এতো দীর্ঘ সময় বিএনপির কার্যালয় বন্ধ ছিলো। সেটা হচ্ছে ১/১১ সরকারের সময়, যখন ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব-জেলে ৩৭২ দিন কাটানোর পর ১১ সেপ্টেম্বর মুক্তি পান। তখন আবার দলীয় কার্যালয় খুলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
আদিত্য রিমন
ঢাকা থেকে
বিএনপির রিজভির অভিযোগ, 'রাতে ব্যালট বাক্স ভরা হয়েছে'
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, তাঁর ভাষায়, ‘’একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে।‘’
তিনি বলেন, ‘’ভোট কেন্দ্রে কোনও ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে।‘’
নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে আজ সকাল ৯টায় কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন।
রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল সফলে সকাল ৯টায় দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মীদের মিছিল করে।
বিএনপির আন্দোলন চলবে বলে উল্লেখ করে রিজভী সবাইকে আজকের হরতাল সফল করার আহবান জানান।
শেখ হাসিনা বলেন, 'বাধা-বিপত্তি সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু হচ্ছে'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮ টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবার পর, উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, '' নির্বাচনটা আমরা যে সুষ্ঠুভাবে করতে পারছি, এজন্য আমি আমার দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।''
তিনি আরও বলেন, ''অনেক বাঁধা ছিল, বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার সেই পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি।''
শেখ হাসিনা বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে ''নানাভাবে নৈরাজ্য সৃষ্টি'' করার অভিযোগ তোলেন। ''তারা দেশের মানুষের কল্যাণ চায় না, গনতান্ত্রিক ধারা চায় না বলেই সন্ত্রাস নৈরাজ্য করছে,'' তিনি বলেন।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা হরতাল করছে, যারা ভোটে বাধা দিচ্ছে, তারাও বাংলাদেশের নাগরিক। আমি চাইনা আমার দেশের নাগরিকের উপর কোন নিষেধাজ্ঞা আসুক, বিরোধী দল হোক আর যেই হোক।
তিনি বলেন, অনেক সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে- এটাই বড় কথা। আর বিএনপি ভোটের পক্ষে থাকার কথা নয় তাদের উৎত্থান সন্ত্রাসের মাধ্যমে।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন বলেন, নিজ ঘরে ক্ষমতার জন্য যারা সন্ত্রাস করে তারা জনগণের রাজনীতি করে না। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে গনতন্ত্র ও স্থিতিশীলতা ধরে রাখতে যা যা করনীয় তা করেছে আওয়ামী লীগ সরকার। জনগণ আওয়ামী লীগের পাশে আছে।
সহিংসতার আশঙ্কা কম, বললেন নির্বাচন কমিশনার রহমান
নির্বাচন কমিশনার আনিছুর রহমান ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, সব জায়গায় সময় মতো ভোটে গ্রহণ শুরু হয়েছে, এবং সহিংসতার তেমন আশংকা নেই।
তিনি জানান, ৯৩ শতাংশ কেন্দ্র ব্যালট পেপার সকাল ৮ টার মধ্যে পেয়ে গেছে। বাকি ৭ শতাংশ গতকাল পাঠানো হয়েছিল।