আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী মুস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিব মো: জাহাঙ্গীর আলম বলেছেন, তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামলা হয়েছিল। মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইন শৃঙ্খলাবাহিনীকে হুমকি প্রদর্শন করেছেন।
মো: জাহাঙ্গীর আলম আরও জানান, সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে বেলা তিনটা পর্যন্ত (সাত ঘন্টায়) সারাদেশে মোট ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে।
রোববার (৭ জানুয়ারি) বিকেলে সাড়ে তিনটায় রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এই পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে, এবং ১৫ ব্যক্তিকে জাল ভোট দেয়া কিংবা জাল ভোটে সহায়তা করার জন্য শাস্তি বা দন্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং সহ যারা জাল ভোট প্রদান করতে গেছেন তারাও রয়েছেন।
ছোটখাটো ৩০/৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। ‘’কোথাও আমাদের পুলিশের গাড়িতে ইট মেরে গ্লাস ভাঙা হয়েছে। কোথাও ভোট কেন্দ্রের পাশে ককলেট বিস্ফোরণ হয়েছে,’’ তিনি বলেন।
তিনি বলেন, এই পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। যেটা নিয়ে আইনশৃঙ্খলাবাহিনী তদন্ত করছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
গোলাম সামদানী
সারা দেশে প্রথম চার ঘণ্টায় ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে
নির্বাচন কমিশন সচিব মো: জাহাংগীর আলম বলেছেন, আজ ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবার পর প্রথম চার ঘণ্টায় সারাদেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।
তিনি বলেন, দুপুর ১২ টা থেকে ১২ টা ১০ পর্যন্ত ভোটগ্রহণের যে পার্সেন্টটেজ সেটা ঢাকা বিভাগে ১৭ ভাগ, চট্রগ্রাম বিভাগে ২০ ভাগ, সিলেটে ১৮ ভাগ, বরিশালে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহীতে ১৭ ভাগ, ময়মনসিংহে ২০ ভাগ।
‘’সে হিসাবে গড়ে ৮টি বিভাগে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি,’’ তিনি বলেন।
দেশে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৩টি ভোট কেন্দ্র বাতিল করা হয়েছে।যার ১টি হচ্ছে নরসিন্ধীতে বাকি ২টি ভোট কেন্দ্র বাতিল হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।
রোববার (৭ জানুয়ারি) দুপুর সোযা একটায নির্বাচন কমিশনর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে ৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিলো বর্তমানে সেগুলো আবার চালু হয়েছে। তবে একটি কেন্দ্রে জোর করে ১২০০ ভোট সিল মেরেছিলো।
‘’সেই কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছে। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে পুলিশ ধরার চেষ্টা করছে,’’ তিনি বলেন।
গোলাম সামদানী
ঢাকা থেকে
বিএনপির আন্দোলন 'সফল' হয়েছে, বললেন মঈন খান
সাজানো নির্বাচনের নাটকের শেষ অংশ আজ সকাল থেকে মঞ্চাস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, ‘’গত এক বছর ধরে আমরা বলে আসছি, বাংলাদেশের মানুষ এই সরকারকে বর্জন করেছে। সেই কথাটি আজকে ভোট বর্জণের মধ্যে জনগণ দেশে-বিদেশে সবার সামনে প্রমাণ করেছে।‘’
‘’সরকারের নির্বাচনের নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে,’’ তিনি বলেন।
রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, সকালের ভোট শুরু হবার পর থেকে তারা বিভিন্ন ভোট কেন্দ্রের ছবি সংগ্রহ করেছেন। কিছু-কিছু ভোট কেন্দ্রের সামনে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মঈন খান।
তিনি বলেন, ‘’এটা দেখলে বোঝা যায়, তারা ভোটার নয়। আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মানুষকে ভয়-ভীতি ও লোভ দেখিয়ে দাঁড় করিয়ে রেখেছে।
‘’এটা করে সরকার নিজেদেরকে প্রতারিত করতে পারবে, কিন্তু বিশ্বকে করতে পারবে না,’’ তিনি বলেন।
গত ৭৯ দিনে বিএনপির ২৬ হাজার নেতাকর্মীকে সরকার গ্রেফতার করেছে বলে দাবি করেন জনাব মঈন খান। তিনি বলেন, ‘’কিন্তু আমাদের যে আন্দোলন সেটা থেকে সরাতে পারেনি।‘’
‘’আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের সেই আন্দোলন সফল হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে রাস্তায় দাঁড়িয়ে লগি-বৈঠার আন্দোলন করে, মানুষ পুড়িয়ে মারে, সেটাতো বিএনপি করে না।‘’
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের রিপোর্টে প্রকাশ করে দিয়েছে, এই নির্বাচন একটি ভুয়া নির্বাচন।
আদিত্য রিমন
ঢাকা থেকে
আওয়ামী লীগ নেতা বললেন, 'জনগণ ইতোমধ্যেই জঙ্গিশক্তিকে প্রতিহত করেছে'
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটির সদস্য সচিব এবং দলের সাংগঠনিক সম্পাদক বি, এম, মোজাম্মেল হক বলেছেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণভাবে’ ভোট হচ্ছে।
তিনি অভিযোগ করেন যে, তাঁর ভাষায়, ‘’স্বাধীনতা বিরোধী ও জঙ্গিশক্তি জামায়াত বিএনপি ট্রেনে, বাসে আগুন দিয়েছে, বিভিন্ন ভোট কেন্দ্রে চেষ্টা করেছে আগুন দেওয়ার।’’
‘’কিন্তু জনগণ ইতোমধ্যেই এদের প্রতিহত করেছে,’’ তিনি বলেন।
তিনি বলেন, একটি ‘’অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ’’ পরিবেশে ভোটাররা দেশের সকল স্থানে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে।
বি, এম, মোজাম্মেল হক আরও বলেন, আমার ধারনা আমরা যা আশা করি তার চেয়েও সন্তোষজনক ভোট ও ভোটার উপস্থিতি হবে।
হাসিবুল হাসান
ঢাকা থেকে