নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি দল
ওবায়দুল কাদের বললেন, 'এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে'
নির্বাচনের ভোট গ্রহন শেষে সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ তাদের পছন্দমত প্রার্থীদেরকে ভোট দিয়েছে।
''ভোট প্রদানে কোন প্রকার ভয় ভীতি হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে,'' তিনি বলেন।
ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোথাও পারফেক্ট গণতন্ত্র নেই।
''খোদ যুক্তরাষ্ট্র কতটা মানবতা, গণতন্ত্র প্রতিপালিত হয় সেটা সবাই জানে।''
ওবায়দুল কাদের বলেন, তারা যে ভোট সুষ্ঠু ভাবে করতে সক্ষম হয়েছেন, এজন্য জনগণের প্রতি তাঁরা কৃতজ্ঞ।
''নির্বাচিনে ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। আশা করি এই নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী হবে। শেখ হাসিনার দৃঢ়তা, প্রজ্ঞা, সাহসিকতায় নৌকার পক্ষে রায় আসবে বলে মনে করি,'' তিনি বলেন।
তিনি আরও বলেন, বিএনপি জামায়াত নির্বাচন প্রতিহত করতে চেয়েছে। ''তারা অগ্নিসন্ত্রাস করেছে। তবে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।''
তিনি বলেন, ''এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব, সারা বাংলাদেশ প্রত্যক্ষ করবে আমাদের জনগণের বিজয়।''
''জাতীয় সংসদ নির্বাচনের সকল ভোটার, নতুন প্রজন্মের ভোটার, নাশকতা অগ্নিসংযোগ, ভয়ভীতি উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি,'' তিনি বলেন।
হাসিবুল হাসান ও প্রণব চক্রবর্তী
অনিয়মের কারণে ২১ কেন্দ্রে ভোট স্থগিত ৭ কেন্দ্র বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ও অনিয়মের কারণে ৬ জেলার ৯ টি আসনের ২১ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
একই সঙ্গে নির্বাচনে অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২০ জনের অধিককে সাজা দেওয়া হয়েছে।
সাতটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সন্ধায় ইসির নির্বাচনী মনিটরিং সেল থেকে এই তথ্য জানা যায়।
ইসির মনিটরিং সেল জানায়, নির্বাচন স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো, সুনামগঞ্জ ২- আসনে মিরাপুর প্রাথমিক বিদ্যালয় (৭ নং কেন্দ্র), নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৬ নং কেন্দ্র), শুকুরনগর প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)। কক্সবাজার ১- আসনের চরনদীপ ভূমিহীন প্রাইমারি স্কুল (২৫ নং কেন্দ্র), দক্ষীন ফুল ছুড়ি প্রাথমিক বিদ্যালয় (৭৪ নং কেন্দ্র), মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮০ নং কেন্দ্র)।
জামালপুর ৫- জাগির মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)।
নরসিংদি ৪- ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪ নং কেন্দ্র)। নরসিংদি ৩ - দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা ( ৫ নং কেন্দ্র), ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ( ৮ নং কেন্দ্র) টাঙ্গাইল ২- কাহেতা সরকারি প্রাথমিক স্কুল ( ১৬ নং কেন্দ্র)।
কুমিল্লা- ৩- ৭৬ নং গুর্গারাম (ডি.আর) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (৭৬ নং কেন্দ্র), ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয় ( ৮১ নং কেন্দ্র)।
কুমিল্লা ৪- সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮৪ নং কেন্দ্র)।
কুমিল্লা ১১- বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮ নং কেন্দ্র), গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদ্রাসা (৩৫ নং কেন্দ্র), ধনিজকরা সরকারি প্রাপথমিক বিদ্যালয় (৩৮ নং কেন্দ্র)। আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় (৪৯ নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় -১ (৭৪ নং কেন্দ্র)। হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় -২ (৭৫ নং কেন্দ্র),বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১ (৮৩ নং কেন্দ্র)।
গোলাম সামদানী
বিএনপিঃ বর্জনের আহ্বান সফল হওয়ায় ভোটারদের অভিনন্দন জানালেন মঈন খান
একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের অভিনন্দন জানিয়েছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ নেতা ড. আবদুল মঈন খান দাবি করেছেন নির্বাচন বর্জনে তাদের আহ্বান সফল হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।
মঈন আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার ও নির্বাচন কমিশন গত দুটি জাতীয় নির্বাচনের মতো ভোটার উপস্থিতির সংখ্যা বাড়িয়ে দেখাবে। "কিন্তু এটা আমাদের উদ্বেগের বিষয় নয়, কারণ বাংলাদেশের ভোটাররা কীভাবে নির্বাচন প্রত্যাখ্যান করেছে, তা দেশের জনগণ এবং সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করেছে।"
তিনি বলেন, ক্ষমতাসীন দলের অনেক সমর্থকও ভোটকেন্দ্রে যাননি কারণ তারা জানতেন যে তাদের প্রার্থীদের বিজয় নিশ্চিত।
তিনি বলেন, "আওয়ামী লীগের ভোটাররা জানেন, আমাদের প্রার্থীরা পাস করেছেন এবং জয়ী হয়েছেন। কেন আমরা অযথা ভোটকেন্দ্রে গিয়ে সময় নষ্ট করব? আওয়ামী লীগের ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করেনি।"
ইউএনবি