অ্যাকসেসিবিলিটি লিংক

ফৌজিয়া করিম পেলেন ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড


ফৌজিয়া করিম পেলেন ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড
please wait

No media source currently available

0:00 0:07:39 0:00

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড পুরষ্কার দিয়ে থাকে। বিশ্বব্যাপী যে নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা, নারী ও বালিকাদের ক্ষমতায়নের পক্ষে অসাধারণ সাহসের সাথে নেতৃত্ব দিয়ে থাকেন, তার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এবছর বাংলাদেশ থেকে পুরস্কার পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে লড়াই করার জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়।

ফৌজিয়া করিম বর্তমানে তার নিজস্ব আইন চেম্বারের প্রধান এবং ফাউন্ডেশন ফর ল এন্ড ডেভেলপমেন্ট (এফএলএডি)-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ফ্লাড ২০১৫ সালের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি গৃহকর্মীদের অধিকার রক্ষায় অপর্যাপ্ত বলে রায় দিয়েছে। তিনি পোশাক শ্রমিকদের পক্ষে কাজ করেছেন এবং পোশাক শ্রমিক নিয়োগকর্তাদের বিরুদ্ধে প্রায় ৩ হাজার মামলা দায়ের করেছেন এবং বাংলাদেশ স্বাধীন গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন (বিআইজিইউএফ) এবং গৃহকর্মী নির্দেশিকা প্রতিষ্ঠায় সহায়তা করেছেন।

হোয়াইট হাউসে পুরস্কার গ্রহণের পর ফৌজিয়া করিম ফিরোজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান সেখানে আমাদের সঙ্গে এই সাক্ষাতকার দেন।

XS
SM
MD
LG