অ্যাকসেসিবিলিটি লিংক

অস্কার ২০২৪ঃ ওপেনহাইমারের জয়জয়কার - সেরা ফিল্ম, পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা সহ সাতটি পুরষ্কার।

সিনেমা জগতের সব চেয়ে বড় অনুষ্ঠান, অস্কারস-এর ৯৬তম পর্বে অংশ নিতে হলিউডের তারকারা প্রশান্ত মহাসাগরের উপকূলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস আঞ্জেলেসে সমবেত হয়েছেন। ডলবি থিয়েটারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন কৌতুকাভিনেতা জিমি কিমেল।

০৪:১০ ১১.৩.২০২৪

প্রথম অস্কার আর বর্তমানের অস্কার

অস্কারের সোনালি মূর্তি, অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে।
অস্কারের সোনালি মূর্তি, অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে।

একাডেমী এ্যাওয়ার্ড অফ মেরিট পুরষ্কারটি দেয় আমেরিকার একাডেমী অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। যে সোনালি মূর্তি বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ীদের দেয়া হয় তার নাম ‘অস্কার’ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। অস্কার প্রথম দেয়া হয় ১৯২৯ সালের ১৬ মে। হলিউড রুজভেল্ট হোটেলে ২৭০ জন অতিথির উপস্থিতিতে এক নৈশভোজের মাধ্যমে প্রথম অস্কার পুরস্কার দেয়া হয়। পুরষ্কার দেয়া হয়েছিল ১৩টি ক্যাটেগরিতে।

অস্কারের ৯৬তম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১০ মার্চ, লস আঞ্জেলেস শহরের সুপরিচিত মহল্লা হলিউডের ডলবি থিয়েটারে। ধারনা করা হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পুরষ্কার দেয়া হবে ২৩টি ক্যাটেগরিতে।

০৪:৩৪ ১১.৩.২০২৪

অস্কার অনুষ্ঠানে তারকাদের 'রেড কারপেট' অভ্যর্থনা

একাডেমী অফ মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সভাপতি জ্যানেট ইয়ং।
একাডেমী অফ মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সভাপতি জ্যানেট ইয়ং।

অস্কারস এর ৯৬ তম পর্বে তারকারা আসতে শুরু করেছেন। ঐতিহ্য অনুযায়ী তাঁদের অভ্যর্থনা জানানোর জন্য 'রেড কারপেট' বিছানো হয়েছে। প্রথমে উপস্থিত হন একাডেমী অফ মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সভাপতি জ্যানেট ইয়ং।

০৪:৫১ ১১.৩.২০২৪

অতিথির আসনে মেসি - মেসি দ্য ডগ!

অস্কারে মেসি! তবে ফুটবলার মেসি না। সেরা ফিল্মের জন্য মনোনীত 'দ্য অ্যানাটমি অফ এ ফল' এ যে কুকুর অংশ নিয়েছে, সেই মেসি এখন অস্কার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আসনে বসে আছে।
অস্কারে মেসি! তবে ফুটবলার মেসি না। সেরা ফিল্মের জন্য মনোনীত 'দ্য অ্যানাটমি অফ এ ফল' এ যে কুকুর অংশ নিয়েছে, সেই মেসি এখন অস্কার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আসনে বসে আছে।

০৫:০১ ১১.৩.২০২৪

গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে শহরে ট্রাফিক জ্যাম

বার্তা সংস্থা এপি এবং দ্য হলিউড রিপোর্টার জানাচ্ছে, গাজায় ইসরাইলি সামরিক অভিযানের প্রতিবাদে অস্কার অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের ফলে লম্বা ট্রাফিক জ্যাম সৃষ্টি হয় এবং অনেক অতিথি সময়মত ডলবি থিয়েটারে পৌঁছাতে পারেন নি।

আরও লোড করুন

XS
SM
MD
LG