শপথ নিলেন আরও দুই উপদেষ্টা
আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে অবস্থান করায়, তার শপথ নেয়া সম্ভব হয়নি। তিনি কবে দেশে ফিরবেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে বিধান রঞ্জন রায় দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের চার দিন পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়।
এর আগে, গত শুক্রবার শপথ নেন নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টা। বিধান রঞ্জন, সুপ্রদীপ চাকমা ও ফারুক-ই-আজম রাজধানী ও দেশের বাইরে থাকায় সেদিন শপথ নিতে পারেননি তারা।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর নুরুন নাহার
নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর নুরুন নাহার।
দৈনন্দিন কার্যক্রম দেখাশোনার জন্য অর্থ মন্ত্রণালয় রবিবার (১১ আগস্ট) তাকে এই দায়িত্ব দেয়। তিনি দায়িত্ব নেয়ার পর কিছু অপারেশনাল কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চার ডেপুটি গভর্নর এবং প্রধানও বাংলাদেশ ব্যাংকে ফিরেছেন।
রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিসের সই করা এক আদেশে বলা হয়, নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত নুরুন নাহার গভর্নরের দৈনন্দিন কার্যক্রম দেখাশোনা করবেন।
আদেশে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নর যোগদানের আগ পর্যন্ত ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারবেন।
শেখ হাসিনা সরকার পতনের দুই দিন পর, বুধবার বিক্ষোভের মুখে চারজন ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান নিজেদের অফিস ছেড়ে চলে যান।
তারা হলেন; কাজী সায়েদুর রহমান, নুরুন নাহার, খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান। এর মধ্যে বিক্ষুব্ধ কর্মীদের চাপে কাজী সায়েদুর রহমান পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। বিএফআইইউ প্রধান ডেপুটি গভর্নর পদমর্যাদার মাসুদ বিশ্বাস চাপের মুখে অফিস ত্যাগ করেন।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ভেন্যু হওয়ার ক্ষেত্রে হুমকির মুখেঃ আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের জানান, "আপনারা জানেন, আমরা কঠিন সময় পার করছি। আইনশৃঙ্খলা রক্ষা আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য, বাংলাদেশ ভেন্যু হওয়ার ক্ষেত্রে হুমকির মুখে আছে। এ বিষয়ে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করেছি।”
তিনি বলেন, "নিরাপত্তা নিশ্চিত করতে, স্টেট লেভেল থেকে কিছু কাজ করার আছে। এ বিষয়ে যমুনায় গিয়ে ইউনূস স্যারের সঙ্গে কথা বলা হবে।...স্টেট লেভেল থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে।"
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কারণে বিদেশিদের বাংলাদেশে এসময় ভ্রমণ না করার যে পরামর্শ দেয়া হয়েছে সে প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “জাতিসংঘের সঙ্গেও আমরা কথা বলবো। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেটা যাতে সমাধান করা যায়।"
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “যেহেতু গণহত্যার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িয়ে গেছে তাই আমরা নাম পরিবর্তন করতে চাই। আমরা ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি।”
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
নয় বছর পর ভারত থেকে স্বদেশে ফিরেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন
নয় বছর ভারতের শিলং শহরে কাটিয়ে স্বদেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রবিবার (১১ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর সোয়া ২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
গত ৬ আগস্ট গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ট্রাভেল পাস ইস্যু করায়, তার দেশে ফেরার পথ পরিষ্কার হয়।
বাষট্টি দিন নিখোঁজ থাকার পর, ২০১৫ সালের ১১ মে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলং শহরে পাওয়া যায় সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে।
সেসময় বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
পরে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে শিলং থানা পুলিশ। ২০১৮ সালের ২৬ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে তাকে খালাস দেয় শিলংয়ের একটি আদালত।
উচ্চতর আদালত ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি এই রায় বহাল রাখে। এই রায়ে ভারত সরকারকে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়।
বিএনপির অভিযোগ, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরার বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল লোক সালাহউদ্দিনকে অপহরণ করেছিলো।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)