অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৮:১৬ ৩১.৭.২০২৪

সুপ্রিম কোর্ট অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থী ও ঢাবি শিক্ষকদের পদযাত্রা

দেশব্যাপী 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ অভিমুখে পদযাত্রা শুরু করেছেন।

এই পদযাত্রাকালে কার্জন হলের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মনামী।

এর আগে ঘোষিত কর্মসূচিতে সাড়া দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের দোয়েল চত্বরে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার অভিযোগ উঠলেও বিক্ষোভ চালিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা।

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:১৭ ৩১.৭.২০২৪

'মার্চ ফর জাস্টিস': চট্টগ্রাম আদালত চত্বরে উত্তেজনাকর পরিস্থিতি

দেশব্যাপী 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির অংশ হিসেবে ৯ দফা দাবিতে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরীর আদালত চত্বরে পুলিশি ঘেরাওয়ের মধ্যেই বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

এর আগে সকাল সাড়ে ১১টায় নগরের কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে আন্দোলন শুরু করে তারা। এতে আশপাশের এলাকাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে তাদের সমর্থন জানান কিছু আইনজীবী। এসময় আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দিতে আধা ঘণ্টার আল্টিমেটাম দেয় পুলিশ।

এরপর আইনজীবীদের একটি দল মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। পরে শিক্ষার্থী ও আইনজীবীদের সম্মিলিত মিছিলটি স্লোগান দিতে দিতে আইনজীবী ভবনের দিকে এগুতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ছিলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক।

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:২১ ৩১.৭.২০২৪

খুলনায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ২৩ শিক্ষার্থী আটক

সারাদেশে ছাত্র হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে ২৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রয়েল মোড় ও ময়লাপোতা মোড়ে মিছিলের চেষ্টাকালে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত কর্মসূচিতে সাড়া দিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা মোড়ে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীদের একটি দল আহসান উল্লাহ কলেজের ভেতর প্রবেশ করে তালা লাগিয়ে দেয়। পরে তালা ভেঙে তাদের আটক করে পুলিশ। পরে দুপুর দেড়টার দিকে ডালমিল মোড় থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে পুলিশ আন্দোলনকারী ভেবে তাদের ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শেরেবাংলা রোড থেকে ছাত্রলীগের আরেকটি মিছিল ময়লা পোতা হয়ে সাত রাস্তার দিকে চলে যায়। দুপুর ২টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ রয়েল মোড়ে অবস্থান নেয়।

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:২২ ৩১.৭.২০২৪

চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা

মুষলধারে বৃষ্টির মধ্যে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উত্তর পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভের শুরুতে শিক্ষার্থীরা জেলা জজ আদালতের সম্মুখে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পরে তাদের সরিয়ে সড়কের একপাশে নিয়ে যাওয়া হয়। সেখানে মুষলধারে বৃষ্টির মধ্যেই শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘আমার খাও, আমার পর, আমাকে গিয়ে গুলি কর’; ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’; ‘আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন? জবাব চাই’; ‘দিয়েছি ত রক্ত আরও দেব রক্ত’; ‘কোটা না মেধা, মেধা, মেধা..।’

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসীন আলম ও ডিবি ওসি এনামুল হক চৌধুরী।

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, "আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন করার জন্য বলেছি। তারা যেন কোন ধরনের বিশৃঙ্খলা না করে এসব বিষয়ে বুঝিয়ে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশ চেষ্টা করছে।"

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG