অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৭:৩৫ ৭.৮.২০২৪

ডঃ ইউনুস সংবাদ বার্তায় সবাইকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন

ডঃ মুহাম্মাদ ইউনুস। ফাইল ফটোঃ ৩ মার্চ, ২০২৪।
ডঃ মুহাম্মাদ ইউনুস। ফাইল ফটোঃ ৩ মার্চ, ২০২৪।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে যাওয়া ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার আগে বুধবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।

ডঃ ইউনুস দেশের “এই সংকটকালে নিজেদের কোনো ভুলের কারণে এই বিজয় যেন ম্লান না হয়ে যায়”, সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন।

“আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি,” তিনি বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ইউনুসের নাম দেশের রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিন মঙ্গলবার ঘোষণা করেন।

সাম্প্রতিক ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্র আন্দোলনের নেতাদের প্রস্তাব অনুযায়ী ইউনুসের নাম রাষ্ট্রপতি ঘোষণা করেন।

শিক্ষার্থী ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকতে অনুরোধ করে তিনি বলেছেন, “প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ।

“একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না,” বলেন ডঃ মুহাম্মাদ ইউনুস, যিনি ২০০৬ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান।

“সহিংসতা আমাদের সকলেরই শত্রু’ উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেছেন, ‘অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন,” তিনি বলেন।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)

১৬:৫৫ ৭.৮.২০২৪

ডঃ মুহাম্মাদ ইউনুস বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে ধারনা

বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, তার প্রধান উপদেষ্টা ডঃ মুহামাদ ইউনুস বৃহস্পতিবার (৮ অগাস্ট) দেশে ফিরবেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ইউনুসের নাম দেশের রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিন মঙ্গলবার ঘোষণা করেন।

সাম্প্রতিক ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্র আন্দোলনের নেতাদের প্রস্তাব অনুযায়ী ইউনুসের নাম রাষ্ট্রপতি ঘোষণা করেন।

মঙ্গলবার রাতে বঙ্গভবনে ছাত্র প্রতিনিধিদের সাথে রাষ্ট্রপতি এবং সামরিক বাহিনীর প্রধানদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে, অন্য কারা মন্ত্রী বা উপদেষ্টা হবেন, সে ব্যাপারে কোন সিদ্ধান্ত জানানো হয় নি।

ইউনুস, যিনি ২০০৬ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, বর্তমানে প্যারিসে অবস্থান করছেন।

১৬:৪৪ ৭.৮.২০২৪

ঢাকার নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে

ঢাকার নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে।

বুধবারের (৭ আগস্ট) এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো জনসভা করছে বিএনপি।

সকাল থেকেই দলের শীর্ষ নেতাদের ছবি, ব্যানার, প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।

০৫:৩০ ৭.৮.২০২৪

বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে যোগদানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG