অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

২২:৩৫ ৩১.৭.২০২৪

নরসিংদী কারাগারের ৬৭ জন কারারক্ষীসহ ৭৭ জন বরখাস্ত

নরসিংদী জেলা কারাগার
নরসিংদী জেলা কারাগার

নরসিংদী জেলা কারাগারে হামলা-অগ্নিসংযোগের পর কয়েদি পালিয়ে যাওয়া এবং অস্ত্র ও গুলি লুটের ঘটনায় জেলা কারাগারের ৬৭ জন কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনসহ মোট ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) নরসিংদী জেলা কারাগারের বর্তমান জেল সুপার শামীম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, ‘দায়িত্ব অবহেলার কারণে তাদের বরখাস্তের পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।’

এর আগে, ২৩ জুলাই নরসিংদী জেলা করাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়।

এদিকে, আসামিরা যাতে আত্মসর্মপণ করেন, সেজন্য ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত ১১ দিনে মোট ৫৭৫ জন পলাতক বন্দি নরসিংদীর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। এছাড়া লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৪৯টি অস্ত্র ও ১ হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার (১৯ জুলাই) বিকালে জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জেলখানায় থাকা ৯ জঙ্গিসহ ৮২৬ জন বন্দি পালিয়ে যায়।

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২২:৫০ ৩১.৭.২০২৪

সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন প্রধানমন্ত্রীর

কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দেখতে বুধবার(৩১ জুলাই) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সময় হামলার শিকার চিকিৎসাধীনদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী।

আক্রান্তরা যাতে সুচিকিৎসা পান তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রহমান আহতদের চিকিৎসা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান।

শেখ হাসিনা আক্রান্তদের সুচিকিৎসার আশ্বাস দেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

গত কয়েকদিনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেন।

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২৩:৪৮ ৩১.৭.২০২৪

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকছে ১২ সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভায়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রাথমিক বিদ্যালয় রবিবার থেকে খুলে দেওয়া হবে। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন শিক্ষা কেন্দ্রগুলো চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারফিউ চলাকালীন জেলা শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ জেলার স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে শ্রেণি কার্যক্রমের সময়সূচি সমন্বয় করতে পারবেন।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই দেশের আটটি সিটি করপোরেশন এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

০১:৪৪ ১.৮.২০২৪

বৃহস্পতিবার সারা দেশে 'আমাদের বীরদের স্মরণ' ক্যাম্পেইন করবে কোটা আন্দোলনকারীরা

বৃহস্পতিবার সারা দেশে ‘আমাদের বীরদের স্মরণ’ শিরোনামে একটি ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৩১ জুলাই) আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যা, ব্যাপক গ্রেপ্তার, হামলা, গুমের ঘটনা ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এই ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে। জাতিসংঘের অধীনে তদন্ত করে শিক্ষার্থীদের ৯ দফা দাবি পূরণের আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্যাম্পেইনের জন্য বিভিন্ন কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- নিপীড়নের দিন-রাতের স্মৃতিচারণ, শহীদ ও আহতদের প্রতি পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্যাতনের ঘটনাগুলো চিত্রিত শিল্প ও গ্রাফিতি, ব্যানার, পোস্টার এবং ডিজিটাল প্রতিকৃতি তৈরি করা।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, সর্বস্তরের পেশাজীবীসহ সবাইকে এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG