অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙলো বিক্ষোভকারীরা


ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙলো বিক্ষোভকারীরা
please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

উত্তপ্ত পরিস্থিতির মাঝে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে বিক্ষোভকারীরা।

বাংলাদেশের সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। তিনি নিশ্চিত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান তার ভাষণে বলেন, "দেশে একটা ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে।"

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলছেন, ‘‘এই ছাত্র–জনতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে। সেখানে ফ্যাসিবাদীদের দোসর–সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবেন না।’’

লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7724082.html

XS
SM
MD
LG