অ্যাকসেসিবিলিটি লিংক

গণভবনে ঢুকে পড়ে উল্লাস করেছে মানুষ

শত শত বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর দফতর এবং বাসভবন গণভবনে প্রবেশ করে উল্লাস করছে। বিক্ষোভকারীরা গণভবন থেকে অনেক জিনিসপত্র নিয়ে চলে গেছে।

সোমবার বিকেলে কারফিউ উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার রাস্তা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের সেনা বাহিনী প্রধান জেনেরাল ওয়াকার উয-জামান বলেছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। তিনি নিশ্চিত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

শেখ হাসিনা পদত্যগের পর বাংলাদেশ ছেড়ে চলে গেছেন।

লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7724082.html


XS
SM
MD
LG