আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে সর্বসাম্প্রতিক আক্রমণে তালিবান, সরকারি বাহিনীর বেশ কিছু সদস্যকে হত্যা করেছে। ও দিকে আবার এই বিদ্রোহী গোষ্ঠি আফগান যুদ্ধের ব্যাপারে একটি রাজনৈতিক সমঝোতা নিয়ে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা শান্তি আলোচনা শুরু করেছে।
উত্তরের বাগলান প্রদেশে কর্মকর্তারা আজ বলেন বিদ্রোহীদের একটি বিশাল দল নাহরিন জেলায় নিরাপত্তা চৌকির উপর হামলা চালায় এবং এর ফলে কয়েক ঘন্টা ধরে দু পক্ষের মধ্যে তুমূল লড়াই হয়।
ঐ জেলার প্রধান, ফাজলুদ্দিন মারদি, ভয়েস অফ আমেরিকাকে বলেন যে ঐ আক্রমণে তালিবান বিরোধী, সরকারপন্থি বাহিনীর ২৬ জন সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরো আট জন। তিনি বলেন যে বিদ্রোহীদের মধ্যে বিপুল সংখ্যক লোক হতাহত হয়েছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগান সৈন্যদের হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে উল্লেখ করেন এবং বলেন যে নিহতদের মধ্যে আফগানিস্তানের কয়েকজন শীর্ষ কমান্ডারও রয়েছেন।
তালিবান, আজ ভোর বেলা দক্ষিণের কান্দাহার প্রদেশে পুলিশ চৌকিগুলোর উপর হামলা চালায়। একজন নিরাপত্তা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন কান্দাহারের বিমান বন্দরের কাছে তাখতা পোল জেলায় বিদ্রোহীদের অভিযানে ১৬ জন পুলিশ প্রাণ হারায়।
অন্যদিকে, প্রাদেশিক গভর্ণর হায়াতুল্লাহ হায়াত এক সংবাদ সম্মেলনে বলেন আফগান বাহিনী কান্দাহার শহরে সম্প্রতি এক অভিযান চালিয়ে ৪০ জন তালিবান সদস্যকে গ্রেপ্তার করেছে। তিনি দাবী করেন যে আটকদের মধ্যে এক বিরাট সংখ্যকই হচ্ছে বিশেষ ভাবে প্রশিক্ষিত বিদ্রোহী যারা শহরের এলাকাগুলোতে গেরিলা আক্রমণ চালাতে পারে।
আজই যখন আফগান বংশজাত আমেরিকান কুটনীতিক জালমে খলিলজাদের নেতৃত্বে তালিবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সপ্তম দফা শান্তি আলোচনা শুরু হচ্ছে, ঠিক তখনই আফগানিস্তানে এই সংঘাতের তীব্রতা আরও বাড়লো।