অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের রাজা তাঁর বড় বোনের, সে দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবার পরিকল্পনা ধূলিস্মাত করে দিয়েছেন


থাইল্যান্ডের রাজা তাঁর বড় বোনের, সে দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবার পরিকল্পনা ধূলিস্মাত করে দিয়েছেন।

থাই রাকসা চার্ট পার্টি শুক্রবার ঘোষণা করে যে ৬৭ বছর বয়সী রাজকুমারি উবোল রাতানা, ২৪ শে মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে দলের প্রধান মন্ত্রীর পদপ্রার্থী হবেন।

তবে এই রাজকুমারির রাজনৈতিক উচ্চাকাঙ্খা তাৎক্ষণিক ভাবেই বিনষ্ট হয় যখন তাঁর ছোট ভাই রাজা এক কঠোর বিবৃতি জারি করেন যাতে বলা হয়েছে যে তাঁর বোনের প্রার্থিতা একেবারই অনুপযোগী এবং তা ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতির পরিপন্থি।

আজই থাই রাকসা পার্টি এক বিবৃতিতে বলেছে যে তারা রাজকীয় আদেশ মেনে নিচ্ছে। তারা আরও বলে যে তারা ঐতিহ্য ও রাজকীয় পরম্পরা মেনে চলবে। এক ইনস্টাগ্রাম পোস্টে , নিজের ভাইয়ের কথা উল্লেখ না করেই , তাঁর সমর্থকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। ১৯৩২ সাল থেকে থাইল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র চলে আসছে।

XS
SM
MD
LG