অ্যাকসেসিবিলিটি লিংক

এবারকার শীতকাল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব


বাংলাদেশে একটা সময় শীতকালে দিনে প্রায়ই সূর্যের দেখা মিলত না। থাকত কনকনে ঠান্ডা। এখন আর তা নেই। তাদের প্রশ্ন শীত গেলো কোথায়?

একইভাবে যুক্তরাষ্ট্রে কোথাও প্রবল শীত; মাইনাস ১০-২০ ডিগ্রী ফারেনহাইট। শিতে জবু থবু সবাই। বাইরে বেরুতে হলে একগাদা গরম কাপড় পরার ঝক্কি। ঘরে বা গাড়ীতে ২৪ ঘন্টা হিটার চালিয়ে রাখা। কোনো কোনো স্থানে আবার চলছে তুষারপাত, বৃষ্টি। তো এভাবে একই সময় একস্থানে প্রবল শীত কাছাকাছিই অন্যস্থানে কম শীত। তাদের প্রশ্ন কেনো এ্যাতো শীত পড়ছে?

দুটি প্রশ্নই কেবল সাধারণ মানুষের মনেই নয়, আবহাওয়াবিদদের মনেও। উত্তরও খুঁজছেন তাঁরা। আজকের আলোচনা কেমন যাচ্ছে এবারকার শিতকাল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এতে কতোটা। এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা।

যোগ দিচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী ড. আতিক রহমান। তিনি এই মুহুর্তে ব্যাক্তিগত কাজে ব্যাংকক অবস্থান করছেন আর সেখান থেকেই টেলিফোনে যোগ দিয়েছেন ইতিমধ্যে।

কলকাতা থেকে দুজন পরিবেশ বিশেষজ্ঞ আছেন আমাদের সঙ্গে। রয়েছেন বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লালু দাস এবং পরবিবেশ বিজ্ঞানী ড. হিমাংসু সান্ত্রা।

XS
SM
MD
LG