Can you feel the love tonight?
আপনারা কি আজ আকাশে বাতাশে ভালোবাসার আমেজ পাচ্ছেন? স্যার এল্টন জন নিশ্চয়ই পাচ্ছেন।
ইংল্যান্ডের প্রিনসেস ডায়ানার প্রিয় গায়ক এবং ঘনিষ্ট বন্ধু এল্টন জন আজ আবার নতুন করে ভালোবাসার সেই আমেজ পাচ্ছেন, ডায়ানের ছেলে প্রিন্স উইলিয়াম আর ক্যাথেরিন মিডল্টনের বিয়ের দিনে।
প্রিনসেস ডায়ানা যখন বেঁচে ছিলেন, তখন বিশ্ববিখ্যাত ব্রিটিশ গায়ক এল্টন জন ডায়ানের পাশে ছিলেন। তাঁর মৃত্যুর পর তিনি “ক্যান্ডেল ইন দা উইন্ড” গান গেয়ে ডায়ানাকে স্বরণ করেন। আজ প্রিন্স উইলিয়ামের জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে এল্টন জনও গিয়েছিলেন নতুন স্বামী স্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য।
আমরাও আশা করছি তাদের জীবন ভালোবাসায় ভরা থাকুক। সারা দেশ এবং বিশ্বের মানুষের ভালোবাসাও তাদের সাথে আছে। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এল্টন জনের সেই বিখ্যাত গান “ক্যান ইয়ু ফীল দা লাভ টুনাইট?” – আজ কি আপনারাও সেই ভালোবাসা অনুভব করতে পারছেন?