অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের বিশ্ব সঙ্গীতঃ ৩০ বছর পর বব মারলী ও তাঁর “ওয়ান লাভ”


আজকের বিশ্ব সঙ্গীতঃ ৩০ বছর পর বব মারলী ও তাঁর “ওয়ান লাভ”
আজকের বিশ্ব সঙ্গীতঃ ৩০ বছর পর বব মারলী ও তাঁর “ওয়ান লাভ”

৩০ বছর আগে, মে মাসের ১১ তারিখ, আমাদের অতি প্রিয় জামাইকান গায়ক বব মারলী মারা যান। দুই দিন আগেই সারা বিশ্ব তাঁর মৃত্যু বার্ষিকি পালন করে। আমরাও তাঁকে স্বরণ করে আজ নিয়ে এসেছি তাঁর বিশ্ববিখ্যাত গান “ওয়ান লাভ,” সরাসরি তাঁর এক গানের কনসার্ট থেকে।

আজকের বিশ্ব সঙ্গীতঃ ৩০ বছর পর বব মারলী ও তাঁর “ওয়ান লাভ”
আজকের বিশ্ব সঙ্গীতঃ ৩০ বছর পর বব মারলী ও তাঁর “ওয়ান লাভ”

বব মারলী তাঁর গানের মাধ্যমে রেগে মিউজিক এবং তাঁর দেশ জামাইকার জন্য মানুষের মনে এক বিশেষ স্থান তৈরী করেছেন। বব মারলী আজ নেই কিন্তু তিনি এবং তাঁর ব্যান্ড দা ওয়েইলার্স আমাদের জন্য যেসব গান উপহার দিয়েছেন, তা এখনও আমরা গুনগুনিয়ে যাই। বিপ্লবের গান, মাথা তুলে উঠে দাঁড়ানোর গান, সবাই একত্রিত হয়ে একে অপরকে ভালোবাসার গান।

শুনছেন ওয়ান লাভ, এক ভালোবাসা, ওয়ান হার্ট, একই প্রাণ, চলো, সবাই একত্রিত হয়ে মনের সব দুঃখ কষ্ট ভুলে যাই।

XS
SM
MD
LG