অ্যাকসেসিবিলিটি লিংক

তিস্তার পানি বন্টন নিয়ে প্রফেসার আইনুন নিশাতের বিশ্লেষন


দক্ষিন পূর্ব এশিয়ার দেশ সমুহের সংগঠন আসিয়ানের তিনদিন ব্যাপি পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে ব্রুনাইয়ে । ঐ অঞ্চলের দেশগুলোর মধ্যেকার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো জোরাদার করাই মূলত: এ বৈঠকের লক্ষ । এ বৈঠক চলাকালেই , বৈঠকের এখতিয়ারের বাইরে , সাইডলাইনে , পৃথকভাবে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দিপু মনি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ । সীমান্ত সহিংসতা , সন্ত্রাসবাদ , অর্থনীতি ও বানিজ্য এবং বিশেষ করে তিস্তার পানি বন্টন নিয়েও কথা হয়েছে এঁদের মধ্যে । ব্রুনাই থেকে বাংলাদেশের হাই কমিশন সূত্রে ভয়েস অফ এ্যামেরিকাকে জানানো হয়েছে – অত্যন্ত অস্তিবাচক ফলোদয়ের আশাবাদের মধ্যে দিয়ে দিপু মনি – সালমান খুরশিদ আলোচনা হয়েছে এবং সালমান খুরশিদ বাংলাদেশের সঙ্গে সকল প্রকার মতদ্বৈধতার অবসান ঘটবে এমনোটি আশাবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের তরফ থেকেও এ ব্যাপারে অস্তিবাচক দৃষ্টিভঙ্গি এখতিয়ারের আহ্বান জানিয়েছেন । বিশেষ করে তিস্তার পানি বন্টন বিষয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে এবং আমাদের শ্রোতাদের জন্যে এই ইস্যুর বিভিন্ন দিকের ওপর আলোক প্রক্ষেপন নিমিত্ত আমরা এখন কথা বলছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক – বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের সঙ্গে ।
XS
SM
MD
LG