অ্যাকসেসিবিলিটি লিংক

মীর কাশেম আলীর আপিল আবেদন শুনানি নিয়ে দু’ই মন্ত্রীর মন্তব্য বিষয়ে কঠোর সমালোচনা


মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল আবেদন শুনানি কালে প্রধান বিচারপতির মন্তব্যের কঠোর সমালোচনা এবং প্রধান বিচারপতিকে বাদ রেখে পুনঃশুনানির যে দাবি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক শনিবার জানিয়েছেন, তা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম দুইজন মন্ত্রীর ওই মন্তব্যেকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে তাদের এই ধরনের মন্তব্যে থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি বলেছে, ওই মন্তব্যের মাধ্যমে বিচার বিভাগকে অবজ্ঞা করা হয়েছে। দুই মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ-আদলতের প্রতি সমিতি আহবান জানিয়েছে।
বিরোধী দল বিএনপি এক সংবাদ সম্মেলনে দুইমন্ত্রীর বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ এবং সরাসরি বিভাগ বিভাগের প্রতি হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে।
তবে আইনমন্ত্রী আনিসুল হক কারোরই আদালত অবমাননাকর মন্তব্য করা কাম্য নয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দুইজন মন্ত্রীর মন্তব্য তাদের ব্যক্তিগত অভিমত।
উল্লেখ্য, মীর কাশেম আলীর আপিল আবেদনের রায়ের দিন ধার্য করা হয়েছে ৮ মার্চ।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG