অ্যাকসেসিবিলিটি লিংক

করোনায় মৃত্যু হাজার ছাড়ালো


বাংলাদেশে করোনা সংক্রমণের চেন প্রতিদিনই চওড়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন। সরকারি তথ্য, এই সময়ে ৩ হাজার ১৯০ জন করোনার জীবাণু বহন করছেন। ৩৭ জনের মৃত্যু হয়েছে এই সময়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে টেস্ট, টেস্ট আর টেস্ট। টেস্টের কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় টেস্ট বাড়ানো হয়েছে। ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। রেকর্ড সংখ্যক টেস্টের দিনে মৃত্যু হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য, ১ হাজার ১২ জন মারা গেছেন। আর করোনার হদিস মিলেছে ৭৪ হাজার ৮৬৫ জনের শরীরে। বিপুল সংখ্যক মানুষ দিনরাত স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর এর হটলাইনে কল দিচ্ছেন। ২৪ ঘন্টায় কল ছিল ১ লাখ ৬৬ হাজার ২৮ টি। সব মিলিয়ে এ পর্যন্ত সরকারি দুটি সংস্থা কল রিসিভ করেছে ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৭৮২ টি। এন্তার অভিযোগ হটলাইনে কল রিসিভ নিয়ে। সাধারণভাবে বলা হচ্ছে, দশটা কল করলে তিনটির উত্তর পাওয়া যায়। যদিও স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে, এসব অভিযোগ সত্য নয়। বিরতিহীনভাবে এসব কলে পরামর্শ দেয়া হচ্ছে।

ওদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর পূর্ব রাজাবারকে মঙ্গলবার মধ্যরাত থেকে লকডাউনের আওতায় নেয়া হয়েছে। এই লকডাউন চলবে ১৪ দিন। এই সময় ওখানকার ৫০ থেকে ৭০ হাজার মানুষকে ঘরবন্দি হয়ে থাকতে হবে। এই এলাকায় অন্তত ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। অঞ্চলভিত্তিক লকডাউনের ফলাফল নিয়ে অনেক বিশেষজ্ঞই সন্দিহান। কেউ কেউ বলছেন, সময়টা আমরা অনেক আগেই নষ্ট করে ফেলেছি। তবুও এটা শেষ চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। আইইডিসিআর এর উপদেষ্টা ডা. মোশতাক হোসেন বলেছেন, সংক্রমণের গতি কোথায় গিয়ে থামবে তা বলা কঠিন। তবে এটুকু বলা যায় এক বড় বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:01:51 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG