অ্যাকসেসিবিলিটি লিংক

আদালত মির্জা ফখরুলকে সতর্ক করলেন


আদালত মির্জা ফখরুলকে
সতর্ক করলেন
বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সতর্ক করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একটি বক্তব্যের ব্যাখ্যা দাখিলের পর আদালত তাকে সতর্ক করেন। এসময় জনগণের মধ্যে বিচার বিভাগ নিয়ে আস্থার সঙ্কট তৈরি করে এমন কোনো বক্তব্য দেওয়া থেকে রাজনীতিবিদ, সরকারের মন্ত্রীসহ সবাইকে বিরত থাকার আহ্বান জানান প্রধান বিচারপতি এস কে সিনহা। ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীনকে উদ্দেশ্যে করে প্রধান বিচারপতি বলেন, আপনারা রাজনীতিবিদেরা বিচার বিভাগকে সরকারের অংশ বলে থাকেন, এটি ঠিক না। বিচার বিভাগ রাষ্ট্রের একটি অঙ্গ। এ মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা। তিনি বলেন, আদালত মির্জা ফখরুলকে বিচার বিভাগ নিয়ে মনগড়া বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে বলেছেন।
সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে গত ৭ই ফেব্রুয়ারি সিলেটে মন্তব্য করেন মির্জা ফখরুল। পরে আদালত এ ব্যাপারে তার ব্যাখ্যা জানতে চায়। এদিকে, পল্টন থানার তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরও ১৫ দিন জামিন দিয়েছেন আপিল বিভাগ। জামিনের এ মেয়াদ শেষ হওয়ার পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। ওদিকে, সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হচ্ছে আগামী ২৭শে মার্চ। বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এ শুনানি হবে।মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG