অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু ভাইরাসের ‘ডেনভি-৩’ মানুষকে বেশি আক্রান্ত করছে - বিসিএসআইআর


গত ২৪ ঘণ্টায় ২৫২ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকাতেই শনাক্ত হয়েছেন ২০২ জন
গত ২৪ ঘণ্টায় ২৫২ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকাতেই শনাক্ত হয়েছেন ২০২ জন

বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকায় ডেঙ্গু ভাইরাসের ‘ডেনভি-৩’ মানুষকে বেশি আক্রান্ত করছে বলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর এক গবেষণায় উঠে এসেছে।

রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করে এ তথ্য পাওয়া গেছে । বিসিএসআইআরের গবেষণায় ২০ জন ডেঙ্গু রোগীর নমুনা থেকে ভাইরাসের জিন বিন্যাস বিশ্লেষণ করে দেখা গেছে, তারা সবাই ডেঙ্গু ভাইরাসের ডেনভি-৩ ধরনে আক্রান্ত ছিলেন।

রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী
রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী

সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সেলিম খান বলেন, দেশে প্রথম ডেঙ্গুর এই ধরন শনাক্ত হয় ২০১৭ সালে।

২০১৭ সালের আগে ডেনভি-১ ও ২ এ আক্রান্ত হয়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে বলে উল্লেখ করে তিনি বলেন ডেনভি ৩ -এর বিরুদ্ধে এই ক্ষমতা এখনও গড়ে ওঠেনি। ডেঙ্গু রোগের ডেনভি-৩ ধরনে আগের ধরন গুলোর চেয়ে মৃত্যুর ঝুঁকি বেশি বলে গবেষণায় দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মোতাবেক গত ২৪ ঘণ্টায় দেশে ২৫২ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন যার মধ্যে ঢাকাতেই শনাক্ত হয়েছেন ২০২ জন এবং ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১,১২৩ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৯৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন । অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৪৩ জন ।

XS
SM
MD
LG