অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশীদের বাহরাইনে ফেরত নেয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ


করোনার কারণে বাহরাইন থেকে দেশে ফেরত আসা কমপক্ষে ৫ হাজার বাংলাদেশী অভিবাসী শ্রমিক পুনরায় ওই দেশটিতে ফেরত যাবার জন্য অনেক দিন ধরে অপেক্ষমান রয়েছেন। এদের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। বাহরাইন থেকে ফেরত আসা বাংলাদেশীদের ফেরত নেয়ার জন্য মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে অনুরোধ জানিয়েছেন। নানা জটিলতা সৃষ্টির প্রেক্ষাপটে ২০১৮ থেকে বাহরাইন বাংলাদেশীদের ভিসা দেয়া বন্ধ করে রেখেছে। বাংলাদেশ সরকার ওই ভিসা স্থগিতকরণ প্রত্যাহারে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তর বলছে।

এদিকে, করোনার কারণে শ্রমিক কমে যাওয়ায় বাহরাইনে বাংলাদেশী শ্রমিকদের প্রয়োজনীয়তা এখন আবার বেড়েছে। ইতোমধ্যে বাহরাইনে অবৈধভাবে অবস্থানরত ৩০ হাজার বাংলাদেশীকে চলমান সাধারণ ক্ষমতার আওতায় ভিসা নিয়মিত করেছে ওই দেশটির কর্তৃপক্ষ। এ ধরনের আরো ২৫ হাজার বাংলাদেশীকে ভিসা নিয়মিতকরণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ২ লাখের মতো বাংলাদেশী বাহরাইনে অবস্থান করছেন।

XS
SM
MD
LG