কারখানার পরিবেশ মানসম্মত না হওয়া, কর্মীদের স্বাস্থ্য ঝুঁকিসহ আন্তর্জাতিক নিয়মকানুন বা কমপ্ল্যায়ানসের বাধ্যবাধকতা মানতে ব্যর্থতার কারণে গত কয়েক বছরে ইউরোপে বাংলাদেশের প্রক্রিয়াজাতকৃত চামড়া, প্রস্তুতকৃত চামড়াজাত পণ্য ও দ্রব্যাদির বিশাল বাজার হারিয়েছে বাংলাদেশের চামড়া শিল্প। এসবের মধ্যেই বাংলাদেশের চামড়া শিল্প চীনকে সবচেয়ে বড় বাজার হিসেবে খুঁজে পেয়েছিল।
চামড়া শিল্পের মালিকরা জানান, ঢাকার হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের ঝক্কি মোকাবেলার কারণে আর্থিক ধাক্কাও তারা সামলে নিয়েছেন। এরপরেও একশ কোটি ডলারেরও বেশি অর্থের বাংলাদেশের চামড়া শিল্প সবচেয়ে বড় সংকট ও জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের কারণে। বাংলাদেশের প্রক্রিয়াজাতকৃত চামড়া এবং চামড়াজাত পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হতো চীনে, যা এখন কঠিন সমস্যার মুখোমুখি।
এই পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন বাংলাদেশ ফিনিসড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমদ মাহিন। তিনি মনে করেন, করোনা ভাইরাস সংকট যতই দীর্ঘায়িত হবে ততই বাংলাদেশের চাড়মা শিল্প অধিকতর কঠিন ঝুঁকির মধ্যে পড়বে।