অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে চলছে রাখাইনদের জলকেলি উৎসব


বাংলাদেশের কক্সবাজারে রাখাইনদের নিজস্ব পঞ্জিকা অনুযায়ী ১৩৮১ রাখাইন বর্ষকে বরণ করে নিতে বুধবার জলকেলি উৎসব শুরু করেছে কক্সবাজারের রাখাইন সম্প্রদায়। কোন ধর্মীয় রীতি নয় বরং সামাজিক মেলবন্ধনের ঐতিহ্যবাহী এক আয়োজন এই জলকেলি।

রাখাইন ভাষায় এই উৎসবকে বলা হয় “সাংগ্রেং পোয়ে”। রাখাইন সম্প্রদায়ের লোকজন একে অপরকে পানি ছিটানোর মাধ্যমে পুরাতন বছরের সকল দুঃখ, গ্লানি ধুয়ে সাফ করে নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসব পালন করে। সাংগ্রেং পোয়ে উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে রাখাইন পল্লীগুলো। প্রতিটি মহল্লায় সামিয়ানা টাঙ্গিয়ে নেচে গেয়ে উৎসবে মেতে উঠেছে রাখাইন আবাল-বৃদ্ধ-বণিতা।

জমকালো এ আয়োজনে যোগ দিয়েছে অন্যান্য আদিবাসী, স্থানীয় অধিবাসী ও পর্যটকরা। বৌদ্ধধর্মালম্বী রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব ‘সাংগ্রেং পোয়ে’ উপলক্ষ্যে প্রায় সপ্তাহ জুড়ে অনুষ্ঠানমালা থাকলেও সবচেয়ে আকর্ষণীয় পর্ব ৩দিনের এই ‘জলকেলি’ উৎসব।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG