অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ক্যাম্পে সৌরবিদ্যুৎ চালিত বিশুদ্ধ পানি সরবরাহের সর্ববৃহৎ কার্যক্রম শুরু


বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প কক্সবাজারে চালু হয়েছে মানবিক সংকটে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম। সৌরবিদ্যুৎ চালিত এই প্রকল্পটি থেকে দৈনিক ৫ লাখ ৮০ হাজার লিটার বিশুদ্ধ পানি উত্তোলন করে তা প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষকে সরবরাহ করা হবে।

যুক্তরাষ্ট্র ও জাপান সরকারের অর্থায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতায় আইওএম ও জাইকা এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

বুধবার দুপুরে উখিয়ার ১২নং রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্পটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন আহমদ। এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মিনিষ্টার তাকেসী-ইতো, জাইকার বাংলাদেশের প্রধান প্রতিনিধি হিতোশী হিরাতা এবং আইওএম’র বাংলাদেশ মিশন প্রধান জর্জ গিগৌরী উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের শুরুতে শরণার্থী সেবায় বিশ্বের সবচেয়ে বড় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG