অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-নেপাল বাণিজ্য বৃদ্ধির জন্য টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত


বাংলাদেশ ও নেপাল তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন নেপালের পররাষ্ট্র মন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি।

মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে নেপালের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য বৃদ্ধির জন্য একটি টাস্কফোর্স গঠনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে দেশের উত্তরাঞ্চলের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছে নেপাল এবং বাংলাদেশ এতে সায় দিয়েছে। নেপাল যাতে মংলা বন্দর ব্যবহার করতে পারে সে বিষয়েও দুই দেশ ঐকমতে পৌঁছেছে বলে জানিয়ে আব্দুল মোমেন বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এ সংক্রান্ত কাজে যাবতীয় বাধা দূর করতে উভয় পক্ষই সম্মতি জানিয়েছে।

এছাড়া নেপালের পানিবিদ্যুৎ উৎপাদন প্রকল্প শেষ হলে সেখান থেকে আগামী ৫-৬ বছরের মধ্যে বাংলাদেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি, যোগাযোগ, জ্বালানি খাত এবং পারস্পরিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে দুই পক্ষ থেকে বলা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00


XS
SM
MD
LG