অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে তাবলীগ জামাতের দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত


টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দু’পক্ষের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়েছে। এই সংঘর্ষে একজন মুসুল্লি নিহত ও শতাধিক আহত হয়েছেন। পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে শনিবার সকালে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, নিহত ইসমাইল মন্ডলের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এই সংর্ঘষের জের ধরে সকাল থেকেই বিমানবন্দর সড়কে সব রকমের যান চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে, তাবলীগ জামাতের দু’পক্ষের নেতৃত্বের কোন্দলে জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত মাসে স্থগিত করা হয়। দেওবন্দপন্থীদের আবেদনে নির্বাচন কমিশন গত শুক্রবার ৩০শে ডিসেম্বর ভোটের আগে ইজতেমা মাঠে সব ধরনের জামায়েত নিষিদ্ধ করে। কিন্তু দিল্লি মারকাজের মওলানা মোহাম্মদ সাদের অনুসারীরা এর মধ্যেই পাঁচ দিনের জোর ইজতেমার ঘোষণা দিলে দেওবন্দপন্থী মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমার মাঠ দখল করে আশপাশে পাহারা বসায়। এই যখন অবস্থা তখন মওলানা সাদের অনুসারীরা ময়দানে ঢুকতে না পেরে আশপাশের মসজিদে অবস্থান নেয়। শনিবার ভোর থেকে সাদের অনুসারীরা ঢাকার দিক থেকে টঙ্গীর পথে রওয়ানা হলে পরিস্থিতি বিস্ফোরণমুখ হয়ে উঠে। এরপরই সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হলেও উত্তেজনা বিরাজ করছে টঙ্গীসহ আশপাশের এলাকায়।

ওদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দু’পক্ষকে নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচন পর্যন্ত ইজতেমা আয়োজন না করার সিদ্ধান্ত হয়েছে। ৩০শে ডিসেম্বর পর্যন্ত মাঠ থাকবে প্রশাসনের নিয়ন্ত্রণে। সেখানে কোন পক্ষকেই প্রবেশ করতে দেয়া হবে না। শনিবারের ঘটনায় ফৌজদারি মামলা হবে। তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

please wait

No media source currently available

0:00 0:01:22 0:00

XS
SM
MD
LG