ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বাংলাদেশ তিন দিনের এক সফরে সোমবার ঢাকায় আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
ভারতের বর্তমান বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। সফর কালে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে আগামী অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লী সফরসহ কানেক্টিভিটি, দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন এ মাসেই শুরুর খবর এলেও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক রোববার সাংবাদিকদের কাছে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে তিনি বলেন বিষয়টি এখনও আলোচনার টেবিলে রয়েছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া, যেকোনো সময় শুরু হতে পারে। সম্প্রতি মিয়ানমারের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা
রয়টার্স জানিয়েছে, আগামী ২২ অগাস্ট প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার দিন ঠিক হয়েছে। তবে গত বছর নভেম্বরে বাংলাদেশ প্রত্যাবাসন শুরুর প্রস্তুতিও নিলেও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে রোহিঙ্গাদের মনে আস্থা না ফেরায় এবং তারা কেউ ফিরে যেতে রাজি না হওয়ায় সেই পরিকল্পনা ঝুলে যায়।