অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা ছেড়েছেন ৩২৭ জন জাপানী নাগরিক


করোনাভাইরাস দ্রুত বাংলাদেশে ছড়াতে পারে এই আশঙ্কায় ৩২৭ জন জাপানী নাগরিক ঢাকা ছেড়ে চলে গেছেন। বৃহস্পতিবার সকালে জাপান সরকারের ভাড়া করা একটি বিশেষ বিমানে তারা ঢাকা ত্যাগ করেন। জাপানী নাগরিকদের বেশীরভাগই বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত ছিলেন। এর আগে গত সোমবার এক বিশেষ ফ্লাইটে ২৬৯ জন যুক্তরাষ্ট্রের নাগরিক একটি ভাড়া করা বিমানে ঢাকা ত্যাগ করেন।

এই ফ্লাইটে ঢাকায় কর্মরত বেশ কয়েকজন মার্কিন কূটনীতিকও ছিলেন। আরও প্রায় ৩০০ মার্কিন নাগরিককে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটি ফ্লাইট দুই তিন দিনের মধ্যে ঢাকা আসছে। ঢাকায় মার্কিন দূতাবাস সূত্র এটি নিশ্চিত করেছে। গত ২৫শে ও ২৬শে মার্চ ভুটান ও মালোয়েশিয়া পৃথক তিনটি স্পেশাল ফ্লাইটে তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের হাজারখানেক নাগরিক দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

XS
SM
MD
LG