অ্যাকসেসিবিলিটি লিংক

মোদী-হাসিনা বৈঠক, ৭টি চুক্তি সই


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

প্রতিবেশী দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে আজকের বৈঠকে সাতটি চুক্তি সই হয়েছে, দু'জনে মিলে তিনটি প্রকল্প উদ্বোধন করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।

বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা জানান- আলোচনা ফলপ্রসূ হয়েছে, তিনি সন্তুষ্ট। তিনি বক্তব্য রাখেন বাংলায়, জয় বাংলা বলে শেষ করেন। নরেন্দ্র মোদী ভাষণ দেন হিন্দিতে, তবে শুরুতেই হাসিমুখে বাংলায় বলেন, "সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।" মোদী বলেছেন, আমরা দুই দেশের মানুষের ভালোর জন্য কাজ করে যাচ্ছি। সেটাই আমাদের বন্ধুত্বের ভিত্তি। আজকের তিনটিকে নিয়ে গত এক বছরে আমরা বারোটি প্রকল্প চালু করেছি। আজ বাংলাদেশ থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস আনার যে প্রকল্প হলো, তাতে দুই দেশেরই উপকার হবে। ভারত গ্যাস পাবে, বাংলাদেশে আরো কর্মসংস্থান হবে।

শেখ হাসিনা জানান- প্রতিরক্ষা, পরিবহন, প্রশিক্ষণ, ইত্যাদি ক্ষেত্রে চুক্তি ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এর আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG