অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখন চাপে রয়েছে


বাংলাদেশে সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, যে কোন সময়ের তুলনায় সামষ্টিক অর্থনীতি এখন সবচেয়ে চাপের মধ্যে রয়েছে। জাতীয় অর্থনীতি পর্যালোচনা ও আসন্ন বাজেট শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

দেবপ্রিয় বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার পেছনে অর্থনীতির একটি শক্ত ভিত ছিল। সেই শক্তিতে এখন চিড় ধরেছে। দুর্বলতা দেখা দিয়েছে। অন্যতম কারণ হলো, কর আহরণে অপারগতা। এছাড়া আরো তিনটি কারণ চিহ্নিত করেছে সিপিডি। প্রথমত: রাজস্ব আহরণ, দ্বিতীয়ত: ব্যাঙ্ক খাতের সংস্কার ও তৃতীয়ত: টাকার বিনিময় হার অবনমন করা। এসব সমস্যা যদি অতিক্রম করা না যায় তাহলে সংকট আরো বাড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

ড. দেবপ্রিয় বলেন রেমিট্যান্স ভালো, রপ্তানিও ভালো। তারপরও বৈদেশিক লেনদেনের ঘাটতি দৃশ্যমান। অর্থনীতির এসব সমস্যা দূরীকরণে ১০টি সুপারিশও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে রয়েছে সরকারি ব্যয়ে শৃঙ্খলা থাকা বা অপচয় রোধ করা, কর খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, টাকার মান অবনমন করা, জাতীয় সঞ্চয়পত্রের সুদ কমানো ও সঞ্চয়পত্রের বিক্রির পরিমাণ কমিয়ে আনা।

please wait

No media source currently available

0:00 0:01:40 0:00


XS
SM
MD
LG