বাংলাদেশ ঈদ উল আজহা উপলক্ষ্যে লাখ লাখ পশু কোরবানির পর এবার স্মরণকালের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর কাঁচা চামড়া। অভিযোগ উঠেছে সরকার কাঁচা চামড়ার দাম বেঁধে দিয়ে দায়িত্ব শেষ করার ফলে কর্তৃপক্ষের কোন তদারকি অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
চট্টগ্রামসহ কিছু কিছু এলাকায় এমনও ঘটনা ঘটেছে যে মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম না পেয়ে রাস্তার পাশে চামড়া ফেলে চলে গেছেন। ট্যানারি ব্যবসায়ীরা এবার কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এক কোটি ১৫ লাখ পিস। চামড়া সংগ্রহে তাদের তরফে কোন উদ্যোগ নাই বলে অভিযোগ করেছেন মৌসুমি চামড়া ব্যাবসায়ী নিজাম।
তবে হাইড এন্ড স্কিন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ দেলোয়ার হোসেন কাঁচা চামড়ার দামে ধস নামার কথ স্বীকার করেন।
বিএনপি অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সিন্ডিকেট কাঁচা চামড়ার বাজারকে জিম্মি করে লুট পাট করছে।
এদিকে, বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে উপযুক্ত মূল্য নিশ্চিত করার লক্ষ্যে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাঁচা চামড়া যাতে ভারতে পাচার না হয় সে জন্য সীমান্তের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।