অ্যাকসেসিবিলিটি লিংক

মানব পাচারের ফাঁদে পড়ে ৪২ জন বাংলাদেশীর আলজেরিয়ায় মানবেতর জীবন


মানব পাচারের ভয়ঙ্কর ফাঁদে পড়ে ৪২ জন বাংলাদেশী এখন উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়াতে নিদারুন দুঃখ-কষ্টের মধ্যে জীবন-যাপন করছেন। মাত্র ৩ মাসের ভিসা দিয়ে কতিপয় রিক্রুটিং এজেন্সি তাদেরকে স্পেনে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল। বলা হয়েছিল, প্রথমে মরক্কো, এরপর স্পেন। আলজেরিয়া পৌঁছার পর রিক্রুটিং এজেন্সিগুলো এদের কোন দায়িত্বই নিচ্ছে না। বলছে, আমাদের কাজ ছিল পৌঁছে দেয়া। আমরা তাই করেছি। কর্মীরা জানান, ৩টি রিক্রুটিং এজেন্সি তাদের প্রত্যেকের কাছ থেকে ৩ লাখ করে টাকা নিয়েছে। জনশক্তি ব্যুরোর ছাড়পত্র রয়েছে দেখার পর ৫৫ জন বাংলাদেশী তাদের ফাঁদে পা দেন। তাদেরকে স্বপ্ন দেখিয়েছিল প্রতিমাসে ৪০ থেকে ৫০ হাজার বেতন দেয়া হবে।

আলজেরিয়াস্থ বাংলাদেশের দূতাবাস মাত্র ৩ জনের সন্ধান পেয়েছে। বাকিরা কোথায় তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এর কোন সঠিক উত্তরও নেই। রাষ্ট্রদূত মো. আব্দুল হাই এই সংবাদদাতাকে বলেন, এরা কিভাবে আসলো সেটাই আমরা জানি না। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তরফে এক চিঠিতে এদের দুঃখ-দুর্দশার কথা বলা হয়েছে। এরপর আমরা যোগাযোগ করেছি বিভিন্ন স্থানে। মুন্সীগঞ্জেও আমরা কথা বলেছি। রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তা ইস্যুটিও এখানে জড়িয়ে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কাউকে সরাসরি দেশে পাঠানো যায় না। আর এ ছাড়পত্র পেতে সময় লাগে কমপক্ষে ৮ থেকে ১০ মাস। একজন বাংলাদেশী দুই মাস আগে এখানে মারা যান। বিশেষ ব্যবস্থায় তাকে দেশে পাঠানো হয়।

please wait

No media source currently available

0:00 0:01:20 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG